বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

অনুষ্ঠিত হলো ডোমসার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুর সদরের ডোমসার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনিস্টিটিউশন এন্ড কলেজ মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনউদ্দিন।

ডোমসার যুবসমাজের আয়োজনে ফাইনাল ম্যাচে গঙ্গানগর এসএসসি ২০২০ ব্যাচ ১-০ গোলে চামটা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

ডোমসার ছাত্র ও যুব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুর রহমান পলাশ খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ সময় জেলার আরও উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক, ডোমসার বাজার সভাপতি দেলোয়ার হোসেন খান, ডোমসার মাঠের সাবেক খেলোয়াড় ওসমান মোল্লা, সখিপুর কলেজের প্রভাষক সুদীপ্ত ঘোষ রানা, চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম রাড়ী প্রমুখ। 

টুর্নামেন্ট আয়োজক কমিটির ইস্তিয়াক খান বলেন, গ্রামের মানুষের কাছে ফুটবল এখনো সবচেয়ে জনপ্রিয় খেলা। উভয় দলের তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা দেখতে মাঠে হাজার হাজার নারী-পুরুষ শিশুসহ সব বয়সী দর্শকের সমাগম হয়েছে। গত কয়েক বছর এই ঐতিহ্যবাহী খেলার আয়োজন করেছি। সামনেও ইনশাআল্লাহ করবো।

অনুষ্ঠানের সভাপতি, ডোমসার ছাত্র ও যুব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুর রহমান পলাশ খান বলেন, আমরা ধন্যবাদ জানাই ওই সকল মানুষকে। যারা আমাদের বুদ্ধি, শ্রম, পরামর্শ ও অর্থ দিয়ে এই খেলাটির জন্য এগিয়ে এসেছে। বিগত ৫ বছর ধরে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সামনেও এর ধারাবাহিকতা রাখা হবে।

ডোমসার বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান বলেন, এখনকার ছেলেরা সব মাদক মুখি হয়ে যাচ্ছে। তাই প্রতি বছর আমরা এইরকম একটি খেলার আয়োজন করি যাতে ছেলেরা মাদক মুখি না হয়ে খেলায় আগ্রহী হয়ে ওঠে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post