বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

ডামুড্যায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের ডামুড্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বিরুদ্ধে যৌন হয়রানি, দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার(১৩ মে ) সকালে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, "বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। এ ছাড়া তিনি বিদ্যালয়ের অর্থনৈতিক ও প্রশাসনিক নানা বিষয়ে অনিয়ম করে শিক্ষার পরিবেশ নষ্ট করছেন। তিনি দীর্ঘ আট মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। আমরা বারবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি।"

সামাজিক সংগঠনের সেভ দ্যা কমিউনিটি বিডি সাধারণ সম্পাদক মিরাজ সিকদার বলেন, "আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ চাই। একজন যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কীভাবে শিক্ষার্থীদের নেতৃত্ব দেবেন?"

শিক্ষার্থীরা জানায়, "আমরা পড়াশোনা করতে এসেছি, ভয় পেতে নয়। শিক্ষক যিনি শিক্ষার্থীকে নিরাপত্তা দেবেন, তিনিই যদি ভয় দেখান, তাহলে আমরা কোথায় যাবো। তার বিরুদ্ধে এতো অভিযোগ থাকার পরে-ও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা।"

বক্তারা আরও জানান, যদি যথাযথ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)  আব্দুল মালেক বলেন, "অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post