শরীয়তপুর টাইমস্ ডেস্ক :
মুদি দোকানদার মোহাহাম্মদ আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এসএম আমীর হামজা বাদী হয়ে এ আবেদন করেছেন।
এ মামলার অন্য আসামিরা হলেন- সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান কামাল, পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
এছাড়া মামলায় অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকার মুদি দোকানদার আবু সায়েদ রাস্তা পার হতে গিয়ে গুলিবিদ্ধ হন। তার মাথার একপাশে গুলি লেগে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তিনি মারা যান।
Post a Comment
Thnaks For Comment