বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

ডামুড্যা থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শরীয়তপুরের ডামুড্যায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৪ এপ্রিল ) দুপুরে ডামুড্যা থানায় এ কর্মসূচি পালন করা হয়।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. তানভীর হোসেন। সচেতন নাগরিক সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডামুড্যা উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানায় এ কর্মকর্তা। আজ থেকে ডামুড্যায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধের জন্য পুলিশ ডোপ টেস্ট এর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও অবৈধভাবে চলাচল করা নসিমন, করিমন, ভটভটি সহ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post