বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

নড়িয়ায় নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের নড়িয়ার কীর্তিনাশা নদী থেকে ভাসমান অবস্থায় মিরাজ মোল্লা (১৫) নামে এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে সুরেশ্বর নৌ পুলিশ। 

সোমবার (৯ ডিসেম্বর)  বিকালে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পাঠান বাড়ী মাদ্রাসা সংলগ্ন কীর্তিনাশা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সুরেশ্বর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।


নিহত কিশোরের নাম মিরাজ মোল্লা। তিনি বরিশালের বানারিপাড়া ইউনিয়নের বাসিন্দা মোঃ মিলন মোল্লার ছেলে। 

জানা যায়, কিশোর মিরাজ মোল্লা নদীতে বালুবাহী বলগেটে শ্রমিকের কাজ করতেন। গত তিনদিন ধরে তিনি নিখোজ ছিলেন। এ ঘটনায় নড়িয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছিলেন তার সহযোগীরা । সোমবার বিকালে মোক্তারেরচর এলাকার কীর্তিনাশা নদীতে অজ্ঞাত  কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তীতে সনাক্ত করে মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে সুরেশ্বর নৌ ফাড়ির পরিদর্শক আব্দুল জলিল বলেন, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফল আসলে মৃত্যুর কারন জানা যাবে।


Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post