বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন: প্রধান উপদেষ্টা

বাসস:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন, কারণ তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত।

আজ বৃহস্পতিবার ঢাকায় প্রধান উপদেষ্টা তাঁর নিজ কার্যালয়ে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। সেখানেই তিনি এসব কথা বলেন।

আবু সাঈদের বাবা মকবুল হোসেন ফাউন্ডেশনের সনদ গ্রহণ করেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।’

প্রধান উপদেষ্টা এ সময় আবু সাঈদের মা–বাবার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post