নিজস্ব প্রতিবেদক:
মালেশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মোড়ল(৩০) নামের এক প্রবাসী বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
রবিবার(১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধা ৬ টার দিকে মালেশিয়ার জোহর বাহরুর শহরের সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিল্লাল।
নিহত বিল্লাল মোড়ল শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের মদন তালুকদার কান্দি এলাকার আলাউদ্দিন মোড়লের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে দশ বছর আগে মালেশিয়ায় পাড়ি জমান বিল্লাল মোড়ল। তিনি সেখানে গিয়ে জোহর বাহরু শহরে টাইলস মিস্ত্রীর কাজ করতেন। সবশেষ তিন বছর আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ব্যক্তিগত মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন তিনি। এসময় একটি সড়ক অতিক্রম করার সময়ে তার মোটরসাইকেলটি বামপাশ থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সুলতানাহ আমিনাহ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৬ টার দিকে মারা যান তিনি। এদিকে এই খবর পরিবারের কাছে পৌঁছালে এলাকাজুড়ে শোকের মাতম বয়ে যায়।
বিল্লাল মোড়লের ভাই রহমান মোড়ল বলেন, আমার ভাই ভীষণ পরিশ্রমী ছিলো। এবার দেশে আসলে তাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। ঘাতক গাড়ি আমার ভাইয়ের জীবন কেড়ে নিলো। শেষবারের মতো ভাইয়ের মুখটা দেখতে চাই।
স্থানীয় ইউপি সদস্য রহিমা খাতুন বলেন, বিল্লাল সম্পর্কে আমার ভাই হয়। আমরা ওর মরদেহ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা যোগাযোগ করছি।
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, "মরদেহ দেশে আনতে পরিবারের কাছ থেকে আবেদন পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"