বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

আমাদের ভেতরে দুর্নীতি হলে প্রকাশ করে দেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের ভেতরে কোনো ভুল বা দুর্নীতি হলে তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার সকালে ‘পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে গণমাধ্যমের প্রতি তিনি এই আহ্বান জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয়, আপনারা প্রকাশ করে দেন। এতে আমরা সচেতন হব, সংশোধন করতে পারব।’

অন্তর্বর্তী সরকারের ভুল হলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি হয়, আপনারা বলে দেবেন যে এটা করতেছেন, আপনারা জানিয়ে দেবেন। এতে আমার কোনো আপত্তি নেই।’

প্রকল্পটির কাজ ভালোভাবেই এগোচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের একটি অংশের কাজ পুরোপুরি শেষ হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বাজেটের ভেতরেই কাজ শেষ করতে হবে। নতুন বাজেট দেওয়া হবে না। আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয় দিন পর বলে, আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে।’

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post