শরীয়তপুরে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

 

শরীয়তপুর টাইমস ডেস্কঃ

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন (বাঁধন) শরীয়তপুর সরকারি কলেজ ইউনিট শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি হয়েছে।


সোমবার (৭ অক্টোবর) শরীয়তপুর সরকারি কলেজের একাডেমিক ভবনের সামনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মসূচিতে ১১৯ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। 


শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ অলিউর রহমান বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রদ্যুত কুমার দাশ। বিভিন্ন বিভাগের শিক্ষকগনও উপস্থিত ছিলেন। 


বাঁধন, শরীয়তপুর সরকারি কলেজ ইউনিটের সভাপতি সুরাইয়া আক্তার রিক্তা বলেন, রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি। 


শরীয়তপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ অলিউর রহমান বলেন,  বাঁধনের এই ধরনের মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। আমাদের সকলের এগিয়ে আসা উচিত।

Post a Comment

Thnaks For Comment

আগের নিউজ পরবর্তি নিউজ