বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

শরীয়তপুরে মূল্য তালিকা না রাখায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা:
শরীয়তপুরে লাগামহীন মুরগি ও ডিমের দাম বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার(০৮ অক্টোবর)  দুপুরে শহরের পালং বাজারে ও মনোহর বাজারে  অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে প্রতিষ্ঠানগুলোতে সঠিক মূল্য তালিকা না থাকা এবং ডিমের ক্রয় মূল্যের রশিদ না রাখার দায়ে চারটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন শরীয়তপুর জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী। 

অভিযান শেষে তিনি বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালিয়ে ক্রয় মূল্যের রশিদ দেখাতে না পারায় কয়েকটি ডিমের প্রতিষ্ঠানকে ১৪ হাজার এবং মূল্য তালিকা না রাখার দায়ে দুইটি মুরগির প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণ রাখার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। এ সময় তার সঙ্গে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সভাপতি বিল্লাল খান সহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post