নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরে নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশন ও জাগো নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি বিধান মজুমদারের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোররাতে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখী এলাকায় এ ঘটনা ঘটে।


এসময় ঘরে থাকা নগদ দুই লাখ টাকা ও ২ ভরি স্বর্ণের গহনা এবং ২ টি স্মার্ট মোবাইল ফোন খোয়া যায়। 


বিধান মজুমদারের মা মঞ্জু রানী জানায়, রাতে ঘরের দরজা বন্ধ রেখে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরবেলা উঠে ঘরের দরজা খোলা দেখতে পায় তিনি। পরে ঘরের মধ্যে গিয়ে দেখতে পায় স্টিলের আলমারি খোলা এবং সবকিছু এলোমেলো। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


মঞ্জু রানী বলেন, বাহিরে প্রচুর বৃষ্টির ছিলো। রাত ২ টার পরে চোরচক্র ঘরে ঢুকেছে। তারা আলমারি ভেঙে ছেলের বিয়ের জন্য রাখা নগদ দুই লাখ টাকা ও দুই ভরি সোনার গহনা নিয়ে যায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।


বিধান মজুমদারের ছোট ভাই দুরন্ত মজুমদার বলেন, বাবা মায়ের ডাক শুনে উঠে দেখি আমাদের আলমারির ড্রয়ারের সব নিচে ফেলানো। আমার 

বিছানায় রাখা রিয়েলমি ও স্যামসাং এর দুটো স্মার্ট ফোন নিয়ে গেছে। এ ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানাই।


এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।