শরীয়তপুর টাইমস্ ডেস্ক ঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পরিবেশ ও যুব উন্নয়নকে কেন্দ্র করে ব্যতিক্রমধর্মী ইয়ুথ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে । এডুকো বাংলাদেশের অর্থায়নে YES4ECO প্রকল্পের আওতায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এই কনফারেন্সের আয়োজন করে ।
বুধবার (৭ মে) সকালে জাজিরা উপজেলার শিল্পকলা একাডেমি ভবনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণ করে উপজেলার তিনটি গ্রামের প্রায় ১০০ জন তরুণ-তরুণী।
ইয়ুথদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশবান্ধব স্টল, দলীয় সঙ্গীত পরিবেশনা, কোরিওগ্রাফি, মুক্ত আলোচনা ও পরামর্শ সভা আয়োজন করা হয়। এসব আয়োজনের মূল লক্ষ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি, তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
অনুষ্ঠানে এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগমের সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক মাহফুজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায়।
বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক রাসেল নোমান, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, বিডি ক্লিন শরীয়তপুরের সমন্বয়ক মো. পলাশ খান, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, কৃষি কর্মকার্তা ওমর ফারুক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহ আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন চৌধুরী, এসডিএস এর উপ-পরিচালক অমলা দাস।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদারসহ শিক্ষক, প্রকল্পের উপকারভোগী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
কনফারেন্সে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তারা এ ধরনের আয়োজনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এই আয়োজন স্থানীয় পর্যায়ে যুব সমাজকে পরিবেশ বিষয়ক জ্ঞান ও নেতৃত্বে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।