বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জাজিরায় ২২টি ককটেল বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়


 শরীয়তপুর টাইমস ডেস্ক:

শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ২২টি ককটেল বোমা সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।


শুক্রবার (৯ মে) সকাল ১১টার দিকে বিকেনগর ইউনিয়নের টুমচর গ্রামের একটি খোলা মাঠে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।


এর আগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সরদারের বাড়ির পাশের কলাগাছের নিচে দুইটি বালতিতে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।


খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং পরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।


আজ সকালে বিশেষজ্ঞ দল এসে বালতি দুটি থেকে মোট ২২টি ককটেল বোমা উদ্ধার করে  নিষ্ক্রিয় করে।


এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, "আমরা বিকেনগরের টুমচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২২টি ককটেল বোমা উদ্ধার করেছি এবং সেগুলো বিশেষজ্ঞ দলের মাধ্যমে নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এই বোমাগুলো রেখেছে, সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post