জিহাদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা গত ২ জুলাই থেকে শুরু করেছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। ‘বৃক্ষরোপণ করি, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখি’ এই স্লোগানকে সামনে রেখে ৩০ জুলাই পর্যন্ত এ কর্মসূচি চলবে।
রবিবার(৬ জুলাই) বৃক্ষরোপণের দ্বিতীয় ধাপে জাজিরা উপজেলায় কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. পলাশ খান, ওসমান আয়নামতি সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিডি ক্লিন জাজিরা টিমের সহ-সমন্বয়ক জাহিদ হাসান, শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা'র সভাপতি মো. হানিফ বেপারী, সাধারণ সম্পাদক মো. পারভেজ সরদার, সদস্য মো. রাজিব মুন্সী, রিমন হাসান, বোরহান উদ্দিন, জয় আহম্মেদসহ অন্যান্যরা।
এবিষয়ে সভাপতি মো. হানিফ বেপারী বলেন, ‘আমাদের মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষ বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমতি সাপেক্ষে বৃক্ষরোপণ চলমান থাকবে। আমরা বিদেশি গাছ বর্জন এবং দেশি গাছ রোপণের ওপর অধিক গুরুত্ব দিচ্ছি।
হানিফ বেপারী আরও জানান, বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর রক্ষণাবেক্ষণ ও বিগত বছরগুলোর রোপিত চারাগুলোর পরিচর্যার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে সকল সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যা করার জন্য আহ্বান জানানো হয়েছে।