বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জাজিরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

শরীয়তপুর টাইমস্ ডেস্ক ঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হাওলাদার (২০) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। 

সোমবার (৫ মে) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের নাসির ফকিরের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হাওলাদার শরীয়তপুরের জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় বাচ্চু হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম অন্যান্য শ্রমিকদের সঙ্গে মিলে প্রবাসী নাসির ফকিরের বাড়িতে নির্মাণকাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তার হাতে থাকা লোহার রডটি পাশে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের তারের সঙ্গে সংযোগ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। পরে সঙ্গে থাকা সহকর্মী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “শামীম খুব ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিল। বয়স কম হলেও কাজ জানত ভালো। এভাবে চলে যাবে, ভাবতেই পারছি না।” 

 নির্মাণকাজে থাকা সহকর্মী আবু হানিফ বলেন, “আমরা সবাই একসাথে কাজ করছিলাম। হঠাৎ চিৎকার শুনে দেখি শামীম মাটিতে পড়ে আছে। খুবই মর্মান্তিক দৃশ্য ছিল।”

এঘটনার বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।"

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post