শরীয়তপুর টাইমস্ ডেস্ক :
শরীয়তপুরের জাজিরায় সিমি ইলেক্ট্রনিক্সের উদ্যোগে দেশের অন্যতম ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটো মোবাইল লিঃ এর ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৯নভেম্বর) দুপুরে উপজেলার টিএনটি মোড় সংলগ্ন সিকদার প্লাজার ৩য় তলায় জেলার সকল ডিলারদের নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে যমুনার পণ্য ও সেবার উন্নতি, ব্যবসায়িক সম্প্রসারণ এবং ডিলারদের সাফল্যের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
ডিলার সম্মেলনে সিমি ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী মোঃ মানিক মাদবরের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের হেড অব বিজনেস মোঃ সাজ্জাদুল ইসলাম।
প্রধান অতিথি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের হেড অব বিজনেস মোঃ সাজ্জাদুল ইসলাম বলেন, "যমুনা গ্রুপ সবসময় তার ডিলারদের পাশে থাকে এবং তাদের উন্নতির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। আমাদের লক্ষ্য, ডিলারদের সাথে অংশীদারত্বের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে আমাদের পণ্য পৌঁছে দেওয়া।"
সম্মেলনে আগত ডিলাররা বলেন, যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্বপ্ন বাস্তবায়নের অংশ যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল। যমুনা ইলেকট্রনিকসের পণ্য সামগ্রী আজ পৌঁছে গেছে জনগণের দ্বারে দ্বারে।
ডিলার সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম, হেড অব সেলস মাকসুদুর রহমান, এজিএম সেলস এন্ড মার্কেটিং মাসুদুর রহমান, জাজিরা পৌরসভার সাবেক মেয়র ইদ্রিস মিয়া, মাস্টার মোঃ ইব্রাহিম মিয়া,দেলোয়ার সিকদারসহ জেলার বিভিন্ন উপজেলার যমুনা প্লাজার শাখা ব্যবস্থাপক ও জেলার সম্মানিত ডিলারগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ডিলারদের সাথে যমুনার ভবিষ্যৎ ব্যবসায়িক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয় এবং ডিলারদের সাফল্যের স্বীকৃতি হিসেবে শীর্ষ পারফর্মারদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি বাজারে যমুনার পণ্য সহজলভ্য করতে এবং গ্রাহক সেবার মানোন্নয়নে নতুন কৌশল ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।