বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বিকাশ, সম্পাদক সাজ্জাদ

নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রাচীন বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শরীয়তপুর জেলা সংসদের ১৫ তম সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিকাশ মন্ডল সভাপতি ও জি কে সাজ্জাদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। তারা পূর্বের কমিটিতে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন তপন বাড়ৈ।

শুক্রবার(৮ নভেম্বর) বিকেলে কমিটির দপ্তর সম্পাদক অর্ক ভাওয়ালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০ টায় শরীয়তপুরের কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদশ ছাত্র ইউনিয়ন, শরীয়তপুর জেলা সংসদের ১৫ তম সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটি বর্ণাট্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে শপথ পাঠ করিয়েছেন বাংলাদশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শাকিল আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক বরকত উল্লাহ জয়, কোষাধ্যক্ষ উর্মি রাণী দাস, দপ্তর সম্পাদক অর্ক ভাওয়াল, শিক্ষা ও গবেষণা সম্পাদক রফিকুল ইসলাম ফাহিম, স্কুল  ছাত্র বিষয়ক সম্পাদক রিয়া রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুসরাত জাহান বুলন, সাংস্কৃতিক সম্পাদক সুপন শীল, সদস্য সাইফ রুদাদ, নাইম হোসেন, বাঁধন ঘোষ, ফৌজিয়া সালমা হৃতি।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post