বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শরীয়তপুরটাইমস্ অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটি ঘোষণার সাড়ে আট মাস পর কমিটি পূর্ণাঙ্গ করা হলো। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এবারের কমিটি ছাত্রদলের সাম্প্রতিক কালের সবচেয়ে তারুণ্যনির্ভর কমিটি। অর্থাৎ আগের চেয়ে কম বয়সীরা এ কমিটিতে স্থান পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এ কমিটি অনুমোদন করেন।

এর আগে গত ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল বিএনপি। কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি ও নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া মাসুম বিল্লাহকে জ্যেষ্ঠ সহসভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিককে সহসভাপতি, নাছির উদ্দীন শাওনকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূরে আলম ভূঁইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল। এই সাতজনের সঙ্গে এবার নতুন করে যুক্ত হলেন আরও ২৩৫ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতা জানান, ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ কমিটিতে স্থান পেয়েছেন। তবে কমিটির অধিকাংশ নেতাই ২০১৬-১৭ থেকে পরবর্তী শিক্ষাবর্ষগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। সেই হিসাবে এ কমিটিই সাম্প্রতিক কালে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সবচেয়ে ‘তারুণ্যনির্ভর’ কমিটি। আগের কমিটিগুলোতে আরও বেশি বয়স্করা ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে কর্মিসংকট কেটে উঠতে থাকায় অপেক্ষাকৃত তারুণ্যনির্ভর কমিটি করা সম্ভব হয়েছে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post