শরীয়তপুর টাইমস্ ডেস্কঃ
শরীয়তপুরের জাজিরায় টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ (টেকাব ) প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়াকিং এর ভ্রাম্যমান আইসিটি ট্রেনিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে ট্রেনিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়।
টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ (টেকাব ) উদ্যোগে দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়াকিং এর ভ্রাম্যমান আইসিটি ট্রেনিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণ কক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মালাকার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী ইমন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন অফিসার আলমগীর হোসেন শাহ, যুব উন্নয়ন অধিদপ্তর জাজিরার প্রশিক্ষক মো: নুর জামান, রফিকুল ইসলাম রফিক সহ কম্পিউটার প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন অফিসার আলমগীর হোসেন শাহ বলেন, প্রশিক্ষনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। দ্বিতীয় পর্বেও আমরা প্রচুর সারা পেয়েছি। সারা পৃথিবীতেই এখন আইটিএস বা প্রযুক্তি সেবার প্রচুর চাহিদা রয়েছে। দেশে-বিদেশে যে পরিমাণ দক্ষ লোকের প্রয়োজন তার এক তৃতীয়াংশ জনশক্তিও আমরা এখনো প্রস্তুত করতে পারিনি। তাই এই প্রশিক্ষণকে গুরুত্বের সঙ্গে নিতে পারলে আমরাই তৈরি করবো দক্ষ জনোবল। এতে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও বৃদ্ধি পাবে।
যুব উন্নয়ন অধিদপ্তর জাজিরার প্রশিক্ষক মো: নুর জামান বলেন, কোর্সটিকে আমরা এমনভাবে সাজিয়েছি যেন এই কোর্স শেষ করে একজন প্রশিক্ষণার্থী মাদারবোর্ড সারানোর সম্যক ধারণা অর্জন করতে পারে। প্রশিক্ষণের পরেও আমরা ভিডিও প্রশিক্ষণ শিক্ষার্থীদের সরবরাহ করবো। এতে নিজে নিজেও একজন শিক্ষার্থী পরবর্তী ধাপের দক্ষতা অর্জন করতে পারবে।