শরীয়তপুর টাইমস্ ডেস্ক ঃ
শরীয়তপুরের জাজিরায় মূলনা ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার লাউখোলা বাজারের মাঠে মূলনা ইউনিয়নের বিএনপির সভাপতি নাসির উদ্দিন (ভুলু সরদারের) সভাপত্বিতে ও জাজিরা উপজেলার প্রচার সম্পাদক রুবেল আকনের সঞ্চালনায় উক্ত কর্মী সম্মেললে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালু।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল করিম আক্কাস, সাবেক সহ-সভাপতি মোখলেছুর রহমান মোল্লা ,পৌর বিএনপির আহ্বায়ক কাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম টিটু আকন, সদস্য সচিব কে এম কামরুজ্জাম মিলন সহ আরও অনেকে।
কর্মী সম্মেলনে বক্তারা বলেন, দেশে শান্তি ফিরে আনতে গেলে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। কারণ দেশে আওয়ামী লীগ সরকার ১৬ বছর নির্যাতন চালিয়েছে। আজ তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এত নির্যাতনের পরেও বিএনপি দেশ ছেড়ে কোথাও যায়নি শুধু দেশের মানুষের চিন্তা করে। তাই আগামী জাতীয় নির্বাচনে বিএনপি কে সাধারণ মানুষের ভোটের মাধ্যমে দেশ পরিচালনার দ্বায়িত্ব গ্রহণ করতে তাদের বিশ্বাস ও আস্থা অর্জন করতে হবে বলে নেতাকর্মীদের জানান।