দেশে শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী জন্ম নিবন্ধনের কোন ফি নেওয়া হয়না তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা এবং সংশোধনের ক্ষেত্রে ১০০ টাকা ফি নেয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়ম মানা হচ্ছেনা শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়ন পরিষদে।
সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদার সরকারি বেধে দেয়া ফি এর স্থলে নিজেই নতুন নিয়ম করেছেন। তার করে দেয়া নিয়মে প্রতি জন্ম সনদে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন উদ্যোক্তারা। এমনই অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। সরেজমিনে খোঁজ নিয়ে এমন অভিযোগের সত্যতাও পাওয়া গিয়েছে।
জন্মনিবন্ধন সংশোধন করতে আসা জিহাদ কাজী বলেন, "আমি আমার জন্মনিবন্ধন সংশোধন করতে এসেছিলাম। আমার থেকে পরিষদের উদ্যোক্তারা ২০০ টাকা দাবি করেন। তখন তাদের দাবীকৃত টাকা না দিয়ে সচিবের শরণাপন্ন হই। সেখানে গেলে সচিব আমাকে বলেন ২০০ টাকাই দিতে হবে, কেননা চেয়ারম্যান জন্ম নিবন্ধনের টাকা নির্ধারণ করে দিয়ছেন। তাই আমি কোনো উপায়ন্তর না পেয়ে ২০০ টাকাই দিয়ে আসি।"
সেবা নিতে আসা একাধিক সেবাগ্রহীতারা অভিযোগ করে বলেন, '২০০ টাকার নিচে জন্মনিবন্ধন করাই যায় না। এখানে কাজ করা উদ্যোক্তা এবং পরিষদের সচিব বলেন চেয়ারম্যান নিয়ম করে দিয়েছেন তাই তাদের চাহিদামত টাকা না দিলে দিনের পর দিন ঘুরেও জন্ম নিবন্ধন করা যায়না। আমরা এই ভোগান্তি থেকে নিস্তার চাই।'
ঐ ইউনিয়ন পরিষদের সচিব আবু ছাইমের কাছে জানতে চাইলে তিনি বলেন, "চেয়ারম্যান যেভাবে নির্ধারণ করে দিয়েছেন আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।"
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জালাল জমাদার বলেন, "পরিষদে ২ জন উদ্যোক্তা থাকার কথা থাকলেও আমাদের এখানে তিন জন উদ্যোক্তা রয়েছেন। তাদের কোনো বেতন নেই বিধায় জন্ম নিবন্ধন করতে ১৫০ টাকা নির্ধারণ করে দিয়েছি। তারা ২০০ টাকা করে নিচ্ছে সে বিষয়ে আমি জানি না।"
এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, "সরকার নির্ধারিত ফি থেকে বেশি টাকা নেয়ার সুযোগ নেই। সেখানে সেবা গ্রহীতাদের হয়রানি করা হয় কিনা তা খতিয়ে দেখা হবে। এবিষয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
Post a Comment
Thnaks For Comment