শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আব্দুল আজিজ শিশিরকে (এনটিভি) আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নুরুল আমীন রবিন (চ্যানেল২৪), মাহবুব আলম (মোহনা টিভি), বিএম ইশ্রাফিল (সময় নিউজ) ও মো. মানিক মোল্লাকে (জিটিভি) যুগ্ম আহবায়ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের কণ্ঠভোটে সর্ব সম্মতিক্রমে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আগে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রাজিব হোসেন রাজন (ডিবিসি), মো. ছগির হোসেন (ইনডিপেনডেন্ট টিভি), এসএম শাকিল (যমুনা নিউজ), মো. ফারুক মোল্লা (এশিয়ান টিভি), শাহাদাত হোসেন হিরু (নাগরিক), সাইফুল ইসলাম আকাশ (গ্লোবাল), আসাদ গাজী (এশিয়ান টিভি), সালাউদ্দিন রুপম (দীপ্ত টিভি)।
এসময় চ্যানেল আই ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) শরীয়তপুর জেলা প্রতিনিধি এসএম মজিবুর রহমান, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রোকনুজ্জামান পারভেজ (এটিএন বাংলা ও এটিএন নিউজ) ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খানসহ (বাংলাভিশন) জেলার টেলিভিশন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত আহবায়ক আব্দুল আজিজ শিশির বলেন, শরীয়তপুর ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন একটি পেশাজীবী সংগঠন। সকলের দায়িত্ব সংগঠনকে এগিয়ে নেওয়া। আমি সকলের সহযোগিতায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে সাংবাদিকদের প্রিয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। তাই সকলের সহযোগিতা কামনা করি।
Post a Comment
Thnaks For Comment