বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

শরীয়তপুরে ৩ জন ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি টিম। 
জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) পরিদর্শক আবু বকর মাতুব্বর মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন নড়িয়া উপজেলার পাচক গ্রামের আমির হোসেন সিকদারের ছেলে মো. হৃদয়(২৩), উপসী গ্রামের মো. আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার(২৮) ও লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলী বেপারীর ছেলে মো. ইনছান আলী(২৭)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহজাহান হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার শরীয়তপুর শহর থেকে বাড়ী ফেরার পথে বিষুগাও এলাকায় তাদের মুখোমুখি হন। গোয়েন্দা পুলিশ পরিচয়ে তারা শাহিনের পথরোধ করেন এবং মাদক রাখার অভিযোগ তুলে তাকে হ্যান্ডকাফ পরিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। পরে শাহিন তার বাবা শাহজাহান হাওলাদারকে ফোন করে টাকা নিয়ে আসতে বলেন। তার বাবা ঘটনাস্থলে পৌঁছে ২২ হাজার ৯০০ টাকা দিয়ে গেলে অভিযুক্তরা হ্যান্ডকাফ খুলে পালানোর চেষ্টা করেন। এ সময় শাহিন ও তার বাবা চিৎকার করলে স্থানীয়রা তিনজনকে আটক করতে সক্ষম হন। তবে তাদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি টাকা নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু বকর মাতুব্বর বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ওই তিনজন আমাদের গোয়েন্দা পুলিশের সদস্য নয় বলে নিশ্চিত করি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post