নিজস্ব প্রতিবেদক:
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুরের জাজিরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
সোমবার(৩০ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত মেলায় ফিতা কেটে উদ্বোধন করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়।
এর আগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কৃষি প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলার স্টলস্থলে এসে শেষ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন, উপজেলা যুব উন্নয়ম কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পলাশ খান ও সাধারণ সম্পাদক শাওন বেপারী প্রমুখ।
তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলায় শস্যচিত্রে জাতীয় পতাকা ও জাজিরা উপজেলার মানচিত্র, খাল খননে কৃষির উন্নয়ন, শাক-সবজি ও ফলের পরিচিতি, প্রদর্শন ও সংরক্ষন, ফল বাগান, মাছ চাষ ও পুকুর পাড়ে সবজির উৎপাদন বিষয়ক প্রদর্শন এবং বিভিন্ন খাদ্যপন্য তৈরি-সহ কয়েকটি স্টল দেওয়া হয়েছে।
এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থী ও কৃষকদের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজকরা জানিয়েছে।