বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

জাজিরায় ক্যাশ সংকটে ন্যাশনাল ব্যাংক, প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা

 শরীয়তপুর টাইমস ডেস্কঃ

নিজ হিসাব নম্বর থেকে টাকা উত্তোলন করতে গিয়ে ভোগান্তিতে পড়ছে ন্যাশনাল ব্যাংকের গ্রহকরা।বুধবার (১৬ ই অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার ন্যাশনাল ব্যাংক কাজিরহাট শাখায় গিয়ে দেখা যায় এমন চিত্র।


ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলে জানা যায় বেসরকারি এই ব্যাংকটির ভয়াবহ অবস্থা সম্পর্কে। প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পরেন। এদের মধ্যে কেউ কেউ নিজের সব সম্বল সন্তানদের উন্নতজীবন যাত্রার কথা চিন্তা করে আস্থা নিয়ে রেখেছিলো বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাংক ও একসময়ের জনপ্রিয় ব্যাংক ন্যাশনাল ব্যাংকের কাজিরহাট শাখায়। তবে নানা সংকট দেখিয়ে যে গ্রাহক যত টাকাই তুলতে আসুক প্রত্যেককে দেয়া হচ্ছে সর্বোচ্চ ৫ হাজার টাকা। এতে ক্ষোভে আর অনিশ্চয়তায় পরে শাখা ম্যানেজারের রুমে প্রতিদিন ভিড় করে শতশত মানুষ। এদের মধ্যে কেউ কেউ আবার একাধিক বার টাকা তুলতে এসেও খালি হাতে ফিরে যাচ্ছে বাড়িতে।


এবিষয়ে ন্যাশনাল ব্যাংক কাজিরহাট শাখার ব্যবস্থাপনা ম্যানেজার আবুল কালামের সাথে কথা বলতে তার রুমে গেলে দেখা যায়, অসুস্থ এক পুরুষ  ম্যনেজারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছে , পরে জানা যায় অসুস্থ ওই  লোকের অপারেশন এর জন্য টাকা তুলতে সকালে এসেছে ন্যাশনাল ব্যাংকের কাজিরহাট শাখায়। তবে এখানে এসে টাকা তুলতে না পেরে শরণাপন্না হয়েছে ম্যানেজারের। তবে সেখানে এসেও লাভ হয়নি তার।


গ্রহক হয়রানি ও অর্থ সংকট নিয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসি এর কাজিরহাট শাখার ব্যবস্থাপক আবুল কালাম এর সাথে জানতে চাইলে তিনি জানান, আমাদের বর্তমানে লিকুইড ক্রাইসিস চলছে। এনিয়ে গ্রামের মানুষজনের মধ্যে ভূল ধারণা জন্ম নিয়েছে।কেউ কেউ মনে করছে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, কেউ বলছে ব্যাংক থাকবেনা।একারণে আমাদের রেগুলার যে গ্রাহক তার থেকে অনেক বেশি গ্রাহক টাকা তুলতে আসছেন।


কিছুদিন আগে সরকারি বেসরকারি ব্যাংক মিলে দূর্বল ১০ ব্যাংকের তালিকা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। তথ্য বলছে তৎকালীন ন্যাশনাল ব্যাংকের মোট খেলাপি ঋণ ৯ হাজার ৩৯৪ কোটি। বিতরণকৃত ঋণের যা ২৩ শতাংশ। ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ ৭ হাজার ১১৬ কোটি টাকা। ব্যাংকটির ঋণ আমানত অনুপাতের হার ৯১ শতাংশ, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সীমার চেয়ে ৪ শতাংশ বেশি।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post