বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

পদ্মাসেতু হতে শরীয়তপুর সদর মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
পদ্মাসেতুর সেতুর নাওডোবা হতে শরীয়তপুর সদর পর্যন্ত মহাসড়কের দুরাবস্থার প্রতিবাদ, চার লেন সড়ক দ্রুত বাস্তবায়ন ও সঠিকভাবে বাস্তবায়নে সেনাবাহিনীর সংশ্লিষ্টতার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রবিবার(২০ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে "শরীয়তপুরের সর্বস্তরের সাধারণ জনগণ" এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শরীয়তপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রুহুল আমিন, অ্যাডভোকেট এনামুল হক এনাম, অ্যাডভোকেট খবির হোসেন, সাবেক ছাত্রনেতা ইমরান আল নাজির, জীবন আহমেদ নান্টু প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, পদ্মাসেতুর ল্যান্ডিং পয়েন্ট হওয়ার পরেও শরীয়তপুরের মানুষ এর কোনো সুফল ভোগ করতে পারছে না। কারণ, পদ্মাসেতুতে উঠার সড়কটির কাজ দীর্ঘ ৪ বছর খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কাজে কোনো অগ্রগতি নেই। জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রতিদিন রাজধানীতে যাওয়া আসা করি। এই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে আছে। এতে এ সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। মাঝে মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এতে আমাদের সময় ও অর্থ এবং জ্বালানিও বেশি খরচ হয়। অবিলম্বে আমরা এই সড়কের কাজ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন  বলেন, "সড়ক নির্মাণকাজে অধিগ্রহণ আর জমি জটিলতায় কাজের অনেক ক্ষতি হয়েছে। এখন ঠিকাদাররা আবার কাজ করছে। তাই কাজ দ্রুত এগিয়ে চলবে। আমরা আশা করছি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই এ সড়কের কাজ সম্পন্ন হবে।"

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post