বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

শরীয়তপুরে নবাগত পুলিশ সুপার ও সাংবাদিকদের শুভেচ্ছা মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরে পুলিশ সুপার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা মতবিনিময় সভা করেছেন।

জেলায় নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলামের যোগদান উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ শুভেচ্ছা মতবিনিময় সভার আয়োজন করা হয়।  


এসময় নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের আয়না স্বরূপ। তারা সমাজের অন্যায়, অপরাধ, অসঙ্গতি জাতির সামনে তুলে ধরেন। এছাড়া সাংবাদিক এবং পুলিশ হচ্ছে একে অপরের পরিপূরক। সাংবাদিকদের ছোট্ট একটি তথ্যের মাধ্যমে অনেক সময় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাই সাংবাদিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয়। 


সোমবার(৩০) সেপ্টেম্বর বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এরপর তিনি সাংবাদিকদের মতামত জানতে চান এবং সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। এছাড়াও তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, আরটিভির জেলা প্রতিনিধি আবুল হোসেন সরদার, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি খলিলুর রহমান, নয় দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মিরাজ সিকদার, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল বাশার, যুগান্তরের জেলা প্রতিনিধি রায়হান কবির সোহেল, নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইশ্রাফিল, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী মনির, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুল আলম, এস.এ টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী নাসির, ভোরের পাতার জেলা প্রতিনিধি জামাল মল্লিক, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রোমান আকন্দ, বার্তা বাজারের জেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় প্রমূখ।


এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হেলাল উদ্দিন সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post