নিজস্ব সংবাদদাতা:

দীর্ঘদিন যাবৎ শরীয়তপুরের গুরুত্বপূর্ণ এলাকার পরিত্যক্ত খাল পরিস্কার করে তা সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন শরীয়তপুরের সদস্যরা। ঐ উদ্যোগের অংশ হিসেবে জাজিরা উপজেলায় প্রবেশের প্রধান সড়ক উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখের খালের ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান শুরু করা হয়েছে।


জাজিরা উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিডি ক্লিন শরীয়তপুরের উদ্যোগে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক এ অভিযানে অংশ নিয়েছে। পরিচ্ছন্নতা অভিযানে খালটি উদ্ধার হলে মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমবে এবং এ এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণ হবে।


বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় টিএন্ডটি মোড় থেকে সোনালী ব্যাংক পর্যন্ত এলাকায় খালের ময়লা-আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।


এ সময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন শরীয়তপুরের সময়ন্বয়ক মো. পলাশ খান, বিডি ক্লিন জাজিরার উপদেষ্টা ইমরুল পারভেজ শিমুল, জামাল মাদবর, নাজিম উদ্দিন, সাজ্জাদ হোসেন রিপন প্রমুখ।


দিনব্যাপী অভিযানে জাজিরা টিএন্ডটি মোড় হতে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখ হয়ে সোনালী ব্যাংক পর্যন্ত পাঁচশো মিটার খালের বর্জ্য পরিষ্কার করতে বিডি ক্লিনের শরীয়তপুর, মাদারীপুর ও ঢাকার শতাধিক সদস্য এবং বাংলাদেশ স্কাউটস জাজিরার অর্ধশতাধিক সদস্যসহ প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে।


এবিষয়ে বিডি ক্লিন শরীয়তপুরের সমন্বয়ক মো. পলাশ খান বলেন, "বিডি ক্লিন বাংলাদেশকে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। সারাদেশে প্রতি সপ্তাহে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন বিডি ক্লিনের সদস্যরা।"


তিনি আরও বলেন, "জীব বৈচিত্র্য রক্ষা ও মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমাতে দেশের সকল জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকার খাল ও ডোবা পরিস্কার অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন শরীয়তপুর জাজিরা উপজেলার প্রবেশপথে অবস্থিত এই খালটি দিয়ে মেঘা পরিচ্ছন্ন কর্মকাণ্ড শুরু করেছে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় থাকা খাল ও ডোবা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হবে। পরিচ্ছন্নতার এ মহা কর্মযজ্ঞে সকলের সহযোগীতা কামনা করি।"