শরীয়তপুর টাইমস্ ডেস্কঃ

পুলিশ সংস্কারের ১১ দফা দাবী জানিয়ে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলার কর্মরত পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা পুলিশ লাইনসের সামনে এ বিক্ষোভ করেন পুলিশ সদস্যরা। এতে অংশ নেয় জেলার অন্তত ১ হাজার পুলিশ সদস্য। 

বিক্ষোভ চলাকালে তারা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ সদস্যদের ভাই-বোন, আত্মীয়-স্বজন অংশ নিয়েছেন। তাই পুলিশ সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। তবে বাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের স্বার্থ হাসিলের জন্য এই আন্দোলনে পুলিশকে সদস্যদের ব্যবহার করে তাদের মৃত্যুর মুখে ঠেলে এবং এতে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাই সকল পুলিশ সদস্যদের হত্যার সাথে জড়িতদের বিচারের পাশাপাশি ১১ দফা বাস্তবায়নে কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন। 

পুলিশ সদস্য শাহীন বলেন, কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। তাছাড়া বেনজির, হারুন, হাবিবসহ কুকর্মকরা পুলিশ সদস্যদের গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে।

বিক্ষোভে অংশ নেয়া আরেক পুলিশ সদস্য বলেন, আমাদের পুলিশ বাহিনীর সংস্কারে ১১ দফার দাবী জানিয়েছি। আমরা এখন থেকে কোনো দলের হয়ে কাজ করবো না। কোনো এমপি মন্ত্রীকে প্রোটকল দিবো না। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়।

এ ব্যাপারে জানতে জেলার পুলিশ সুপার মাহবুবুল আলমের মুঠোফোনে ফোন দিলে তিনি কলটি কেটে দেন।