বিজ্ঞাপণের জন্য যোগাযোগ করুন- 01966555312

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচীতে ছাত্রলীগের হামলা

শরীয়তপুর টাইমস্ ডেস্ক:

সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের ঘোষিত গণমিছিলের অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে শরীয়তপুরের জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে ছাত্রলীগের ধাওয়ায় বিক্ষোভ মিছিলটি পণ্ড হয়ে যায়। এসময় দুই ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে।

শনিবার (৩ আগস্ট) বেলা ১১ টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য শিক্ষকরাও মিছিলে যোগ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের সমন্বয়ক দাবি করে রহমত উল্লাহ নেহাল নামে একজন বলেন, যৌক্তিক আন্দোলনকে থামিয়ে দিতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে সরকারের পুলিশ বাহিনীর নগ্ন হামলায় শত-শত ভাই-বোন নিহত ও আহত হয়েছেন। আমরা এসকল হত্যার বিচার দাবি করছি। আমাদের প্রতিটি শান্তিপূর্ণ সভা-সমাবেশে সরকারদলীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এসকল হামলাকারীদের বিচারের আওতায় না আনলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আজকের শান্তিপূর্ণ মিছিলকে পণ্ড করতে আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আমাদের ভাইদেরকে মারধর করে মিছিলে যোগদানে বাঁধা প্রদান করেছে। সহ-সমন্বয়ক মো. আফ্রিদি ও মোশাররফকে মারধর করেছে। মিছিলের এক পর্যায়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন হিরু বলেন, আমরা কাউকে মারধর করিনি। তারা ছাত্রলীগকে নিয়ে বাজে মন্তব্য করায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিয়েছি।

জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের শিক্ষক ইমামুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য তাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের এই যৌক্তিক দাবিকে আমি সমর্থন করি।

শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার মো: মুশফিকুর রহিম বলেন, শান্তিপূর্ণ ভাবে ছাত্ররা তাদের কর্মসূচি পালন করেছেন। তাদের কোন বাঁধা দেওয়ার ঘটনা ঘটেনি।

Post a Comment

Thnaks For Comment

Previous Post Next Post