শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৩:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ ২০০৪ সালের ২১আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাষ্ট্রের পৃষ্টপোষকতায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শরীয়তপুরে নানা কর্মসূচি পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গীর মোড়ে সদর রোডে দীর্ঘ প্রায় অর্ধ কিলোমিটার পযর্ন্ত রাস্তার দু’পাশে শরীয়তপুর-১আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা লাইনে দাঁড়িয়ে নিহতদের স্মরণ করেন। এসময় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে অনুষ্ঠান উদ্বোধন করেন ইকবাল হোসেন অপু এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান উজ্জ্বল, জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন ফকির, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাচ্চু বেপারী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমীর হোসেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুহুন মাদবর, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ বিল্লাল হোসেন দিপু মিয়া, পৌরসভা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর বেপারী, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু প্রমুখ।
Leave a Reply