শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৩:০৩ পূর্বাহ্ন
মেহেদী হাসান, চন্দ্রপুর থেকে ফিরে ॥ বুধবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও গণভোজের আয়োজন করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নে ১৬আগস্ট থেকে পর্যায়ক্রমে শুরু হওয়া আলোচনা সভা, মিলাদ ও গণভোজ আয়োজনের অংশ হিসেবে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য তিনি উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক মোজাফ্ফর হোসেন জমাদার, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন ফকির, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু প্রমুখ। শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন তার বক্তৃতায় বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫আগস্ট সপরিবারে হত্যা করে, এদেশে মুক্তিযদ্ধের চেতনাকে নষ্ট করতে চেয়েছিল ঘাতকরা। স্বাধীনতা বিরোধীদের হাতে দিয়েছিল জাতীয় পতাকা। কিন্তু সকল ষড়যন্ত্র নস্যাত করে জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছেন। আর সেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শরীয়তপুরের মাটি আর মানুষের নেতা জননেতা ইকবাল হোসেন অপু এমপি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলা গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
Leave a Reply