শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ০৭:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : নড়িয়া উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ডুকে পড়েছে বন্যার পানি। জরুরী সেবা চালু রেখে অন্যান্য সকল কার্যক্রম কমিয়ে আনা হয়েছে। এক কথায় ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। সরেজমিন ঘুরে দেখা গেছে, ১ সপ্তাহ পূর্বেই নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে বন্যার পানি ঢুকে পড়েছে। কোন কোন কক্ষে বন্যার হাঁটু সমান পানি। জরুরী বিভাগসহ সকল কার্যক্রম সরিয়ে নেয়া হয়েছে। তবে এর মধ্যেও রোগী ভর্তি রয়েছে। সাঁকো দিয়ে যাতায়াতের পথ তৈরি করে স্বল্প আকারে চালু রাখা হয়েছে স্বাস্থ্য সেবা কার্যক্রম। নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম রাজিব বলেন, কয়েকদিন ধরে হাসপাতালের ভিতরে পানি উঠে গেছে। তার পর নানা সীমাবদ্ধতার মধ্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
সিভিল সার্জন ডা, এস.এম. আব্দুল্লাহ আল মুরাদ বলেন, গত বৃহস্পতিবার আমি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করি। যে সকল ভবনে যাতায়ত সুবিধা ও পানি কম উঠেছে সেই ভবনে চিকিৎসা ব্যবস্থা স্থানান্তর করা হয়েছে। স্বল্প আকারে জরুরী সেবাসহ সকল চিকিৎসা ব্যবস্থা চালু রাখতে নির্দেশ প্রদান করা হয়েছে। এই অবস্থায় স্বাস্থ্য সেবা কিছুটা ব্যাহত হচ্ছে।
Leave a Reply