শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০২:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার : শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে বন্যা, নদী ভাঙ্গন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলা নির্বহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এসময় সাংসদ ইকবাল হোসেন অপু বলেন, করোনা, বন্যা ও নদী ভাঙ্গন এসব প্রাকৃতিক দুর্যোগ। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এইসব দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুত আছেন এবং থাকবেন। তার নির্দেশে আজ আমরা সদর উপজেলার তুলাসার ই্উনিয়নে ত্রান বিতরণ করলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম উদ্দিন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান উজ্জ্বল, সদস্য এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, তুলাসার ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ফকির প্রমুখ।
Leave a Reply