সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, দেশে একদিকে মহামারি করোনা, অন্যদিকে প্রলয়ংকরী বন্যা- এ দু’টো সংকট একসাথে মোকাবেলা করতে সরকার দক্ষতার পরিচয় দিয়েছেন। করোনা সংকট স্বাভাবিক না হতেই দেশে দেখা দিয়েছে প্রলয়ংকরী বন্যা। এত বড় প্রাকৃতিক দুর্যোগেও দেশের প্রত্যন্ত অঞ্চলের কোন মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে না। কেউ না খেয়ে থাকবে না। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে। আর বিএনপি শুধু ঘরে বসে থেকে অনলাইনে বিবৃতি দিয়ে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার বিকেলে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সখিপুর সাব-জোনাল অফিসের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন। এসময় শরীয়তপুর জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান ফরাজী, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মোল্লা, নড়িয়া পৌরসভা মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ি, নড়িয়া উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন খান, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম সখিপুর থানার বিভিন্ন ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত অসহায় ও দরিদ্র ৫০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০০ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ লক্ষ টাকা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
Leave a Reply