শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ০৮:৫৬ পূর্বাহ্ন
গোসাইরহাট প্রতিনিধি ॥ শনিবার গোসাইরহাট উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নিরাপদ দূরত্ব বজায় রেখে ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “মহামারি কোভিড-১৯কে প্রতিরোধ করি, নারী কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি”। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলার নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন এবং বিশেষ অতিথি ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। ভার্চুয়াল সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডাঃ মোঃ হাফিজুর রহমান মিঞা।
Leave a Reply