সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:২৯ অপরাহ্ন
নড়িয়া প্রতিনিধি : জেলার নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কবির মালতের বাড়িতে মাহমুদুল হাসান পাবেল(২০) নামে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংস্পর্শে থাকা ও ঢাকা থেকে আসা আশেপাশের ২৯জনকে হোমকোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মৃত্যের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইসলামী ফাউন্ডশনের মাধ্যমে মৃতের নানা বাড়িতে লাশ দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মাহমুদুল হাসান পাবেল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকার গুলশান শাখায় পিয়নের পদে চাকুরি করতেন। গত ২৫ মার্চ ছুটিতে তার নানা বাড়ি চামটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কবির মালতের বাড়িতে বেড়াতে আসেন। মাহমুদুল হাসান পাবেল ছোটবেলা থেকেই তার নানা বাড়িতে থাকতেন। গত তিন দিন যাবত জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন ওই যুবক। শুক্রবার সকালে তিনি মারা যান। চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী জানান, ভোর ৬ টায় কবির মালতের বাড়িতে পাবেল নামে এক যুবক মৃত্যুবরণ করেছে শুনে আমি তাৎক্ষণিক মৃতের বাড়িতে চলে আসি এবং প্রশাসনকে বিষয়টি অবগতি করি।
Leave a Reply