সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলার খিরপাড়া গ্রামে এক করোনা সন্দেহে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় ওই উপজেলার ২টি ইউনিয়নের মৃতের পরিবারসহ ৩৩ পরিবারকে লকডাউন করা হয়েছে। ঘড়িসার ইউনিয়নের ৭নং ওয়ার্ড বারৈপাড়ার ৯টি পরিবার যার সদস্য সংখ্যা ৫৩জন এবং ডিঙ্গামানিক ইউনিয়নের ৮নং ওয়ার্ড খিরোপাড়ার ২৪টি পরিবার যার সদস্য সংখ্যা ১২৭জনকে লকডাউন করা হয়েছে। জানা গেছে, নড়িয়া উপজেলা খিরোপাড়া এলাকায় আমান উল্লাহ বেপারী (৯০)কে জ্বর ও মাথা ব্যথা নিয়ে ১ এপ্রিল প্রথমে নড়িয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে রেফার করা হয়। শনিবার ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় সে মারা যায়। মৃত্যুর পূর্বেই স্বাস্থ্য পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। মৃত্যুর পর তার মরদেহ পরিবারকে না দিয়ে আইইডিসিআর এর তত্ত্বাবধানে ঢাকায় বিশেষ ব্যবস্থাপনায় দাফন করার সিদ্ধান্ত হয়। এদিকে মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আমান উল্লাহ বেপারী বাড়ির আশেপাশের ৩৩টি পরিবারের ১৮০ জনকে লকডাউন করে রেখেছে স্থানীয় প্রশাসন। নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
Leave a Reply