শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০২:০৯ পূর্বাহ্ন
জাজিরা প্রতিনিধি ॥ করোনা আতংকে সারাদেশ। গৃহবন্দী বাড়ির লোকজন। এরকম ভীতিকর অবস্থার মধ্যেও শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের গজনাইপুর ও সেনের চর ইউনিয়নের চরধুপুর গ্রামে একই সময়ে ৩০টি কাচাঁ-পাকা বাড়ি-ঘর কুপিয়ে তছনছ করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী হারুন সিকদার, দেলোয়ার সিকদার, হাবিব মাদবরসহ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত ৯টায় শতাধিক লোকের একদল মুখোশধারী সন্ত্রাসী রাম দা, টেটা, সরকিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এবং বোমা ফাটিয়ে একর পর এক টিনের ঘর ও আধা-পাকা ঘরসহ অন্যান্য বসতঘর ধারালো রাম দা ও সরকি দিয়ে কুপিয়ে তছনছ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা গজনাইপুর গ্রামের হারুন সিকদার, দেলোয়ার সিকদার, আব্দুর রব সিকদার, কাশেম সিকদার, কামাল সিকদার, সিবলী সিকদারসহ অন্যান্য লোকের ২০টি ঘরে হামলা চালিয়েছে। হারুন সিকদার জানান, সন্ত্রাসীরা তার ঘরে হামলা চালিয়ে ঘরে থাকা ২ ভরি স্বর্নালংকার ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে গেছে। দেলোয়ার সিকদারের ঘর থেকে ৫০ হাজার টাকা ও ৩ বস্তা ধনিয়া নিয়ে গেছে। এছাড়াও আব্দুর রব সিকদারের বাড়িতে ৩টি বোমা বিষ্ফোরণ ঘটিয়ে তার বসতঘর কুপিয়ে তছনছ করে এলাকায় আতংক সৃষ্টি করেছে। এছাড়াও সেনেরচর ইউনিয়নের চরধুপুর গ্রামের জহিরুল খালাসী ও চাঁন মিয়াসহ এই গ্রামে অন্যান্যদের ১০টি বসতঘর কুপিয়ে তছনছ করেছে সন্ত্রাসীরা। এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। মামলার প্রস্তুতি চলছে। দোষীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply