শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০২:২৪ পূর্বাহ্ন
তন্ময় ইসলাম/ইয়াকুব হোসেন, ডামুড্যা থেকে ॥ মঙ্গলবার সকালে শরীয়তপুর-ডামুড্যা সড়কের খেজুরতলা নামক স্থানে ডামুড্যা থেকে শরীয়তপুরের দিকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে ৩ যাত্রী নিহত হয়েছে। নিহতরা হলো একই উপজেলার সিড্যা গ্রামের নুরুজ্জামান মুন্সীর ছেলে কামরুজ্জামান(৪০), কুলকড়ি গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে জুলহাস(২৮) ও পূর্ব ডামুড্যার বড়নওগাঁ গ্রামের মৃত তমিজউদ্দিন পাইকের ছেলে ইয়াকুব পাইক(৬৫)। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানান, প্রায় ৪০/৪৫ জন যাত্রী নিয়ে সকাল ৯ টায় ডামুড্যা থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি খেজুরতলা নামক স্থানের সন্নিকটে আসলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি ২/৩টি পল্টি খেয়ে রাস্তার উত্তর পাশের একটি পুকুরে পড়ে যায়। এসময় যাত্রীরা যে যার মতো করে গাড়ি থেকে বের হয়। চালক পালিয়ে যেতে সক্ষম হয়। অদক্ষ হেলপার দিয়ে বাস চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ওই বাসে থাকা যাত্রী শফিকুল ইসলাম টিটু বলেন, আমি কোন রকমে বাস থেকে বের হই এবং আরো ৩/৪ জনকে বের করে তাদের আহত অবস্থায় চিকিৎসার জন্য ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্মা ডাঃ মোস্তফা খোকন জানান, বাস দুর্ঘটনায় আহত ১৬জন রোগী উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় যার ২জন পথেই মারা গেছে। আমরা ১৪জনকে চিকিৎসা দেই। একজনের অবস্থা গুরুতর বিধায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করি। কিন্তু সে পথেই মারা যায়। এদিকে ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক কাজী আবু তাহের স্থানীয় সাংবাদিকদের বলেন, যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, গাড়ীটি অল্প বয়সের একটি ছেলে চালাচ্ছিল, সে হয়তো গাড়ীর হেলপার হতে পারে। আমরা গাড়ীর মালিককে সনাক্ত করেছি। তাকে ঘটনাস্থলে নিয়ে আসার জন্য লোক পাঠিয়েছি। তার সাথে কথা বলে সঠিক খবর জানা যাবে। আজ থেকে জেলায় বিশেষ অভিযান চলবে যাতে প্রপার ডকুমেন্ট ছাড়া কেউ গাড়ী নিয়ে রাস্তায় বের হতে না পারে। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply