শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০২:৪২ পূর্বাহ্ন
তৌকির আহমেদ/কে এম সাইফুল ইসলাম, জাজিরা থেকে ॥ জাতীয নিরাপদ সডক দিবস উৎযাপন উপলক্ষে জাজিরা উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোবারক আলী সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হক, জাজিরা বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন খান, শরীয়তপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক স.ম শামীম সারওয়ার, নিরাপদ সড়ক চাই আন্দোলনের শরীয়তপুর জেলা কমিটির সভাপতি এডভোকেট মুরাদ হোসেন, জাজিরা উপজেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম মিতু, সাধারণ সম্পাদক জামাল মাদবরসহ উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেছেন। এরপর নিরাপদ সড়ক চাই আন্দোলনের জাজিরা উপজেলা কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম মিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোবারক আলী সিকদার। সভায় বক্তারা বলেন আমাদের সড়ক নিরাপদ রাখতে হলে আমাদের সচেতনভাবে রাস্তায় চলাচল এবং রাস্তা পারাপার করতে হবে, রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় বেশি জোরে চালানো যাবে না এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। যদি ট্রাফিক আইন মেনে চলি তাহলে সড়কে দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারব এবং অন্যকেও দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারবো। সভায় সকল ছাত্র-ছাত্রী এবং অতিথিবৃন্দদের নিয়ে ট্রাফিক আইন মানার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের জাজিরা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জামাল মাদবর।
Leave a Reply