শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ পূর্বাহ্ন
ইউসুফ গোহার, কোদালপুর থেকে ॥ গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ভি.জি.এফ চাল বিতরণ করা হয়েছে। প্রতি জেলে পরিবারকে ২০ কেজি করে মোট ১১শ’ ৫০জন জেলেদের মধ্যে এ চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. মিজানুর রহমান, ২নং ওয়ার্ডের সদস্য এস.এম. বশির আহমেদ, কোদালপুর ইউনিয়ন পরিষদের তথ্য সেবাপ্রদানকারী শহীদুল ইসলাম এবং ৩নং ওয়ার্ডের সদস্যসহ কোদালপুর ইউনিয়ন পরিষদের অন্য সদস্যবৃন্দরা। চাল পেয়ে জেলেরা খুবই আনন্দিত। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. মিজানুর রহমান জানান, জেলেদের জীবিকা নির্বাহের প্রধান উৎস হচ্ছে নদী থেকে মাছ ধরা। ৯ অক্টোরব থেকে ৩০অক্টোবর পযর্ন্ত ২২ দিন সারাদেশে নদীতে ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। মাছ ধরা বন্ধে নদীতে চলছে প্রশাসনের অভিযান। জেলেদের যেন কষ্ট ভোগ করতে না হয় সে লক্ষ্যে সরকারিভাবে এই চাল বিতরণ করা হচ্ছে।
Leave a Reply