শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৬ পূর্বাহ্ন
ডামুড্যা প্রতিনিধি ॥ মঙ্গলবার সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যার বেপারী কান্দ্রি এলাকায় বালু বোঝাই ট্রলির ধাক্কায় ৩ বছরের শিশু মুক্তা আক্তার নিহত ও তার মা সেলিনা বেগম গুরুতর আহত হয়েছে। আহত সেলিনা বেগমকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, একই উপজেলার চর নারায়ণপুর গ্রামের মাহমুদ আলী মিজির স্ত্রী সেলিনা বেগম তার শিশু কন্যাকে নিয়ে বাড়ি থেকে রিক্সায় করে ডামুড্যা যাচ্ছিলেন। এসময় বেপারী কান্দি পৌঁছলে পেছন থেকে আসা বালু বোঝাই ৪ চাকার ইঞ্জন চালিত ট্রলি তাদেরকে চাপা দেয়। ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রলি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
Leave a Reply