শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বন্দরে অবস্থিত ৫টি গুদাম আগুনে পুড়ে গেছে। এগুলোর মধ্যে রয়েছে ৩ টি পাটের গুদাম, ১ টি পাøস্টিকের ও একটি ধনিয়া গুঁড়ার গুদাম। গুদামের মালিক আংগারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক মোল্লা। সকাল সাড়ে ১০ টায় আগুনের সূত্রপাত হয়। এরপর বিভিন্ন গুদামে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শরীয়তপুর, ডামুড্যা, গোসাইরহাট ও মাদারীপুর থেকে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট এসে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিয়াজ আহমেদ বলেন, আমরা আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করি। সাথে সাথে ডামুড্যা, গোসাইরহাট ও মাদারীপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আমাদের সাথে আগুন নিয়ন্ত্রনে সহযোগিতা করে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
Leave a Reply