সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:৩৭ অপরাহ্ন
টাইমস ডেস্ক ॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বরী পীরের ভক্তরা আজ বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করছেন। জেলার ৩৫ টি গ্রামের প্রায় ৩২ হাজার লোক যথাযোগ্য মর্যাদায় ঈদের উৎসবে অংশ গ্রহণ করবেন। সকাল ১০ টায় সুরেশ্বরী পীরের মাজার সংলগ্ন মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা শাহ সূফী সৈয়দ বেলাল নূরী ও মোনাজাত পরিচালনা করবেন গদিনশীন পীর ও মোতোওয়াল্লী হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ কামাল নূরী সুরেশ্বরী। চান্দ্র মাসের হিসেবে সৌদি আরবের সংগে মিল রেখে প্রায় দেড়শত বছর ধরে এসব গ্রামে একদিন আগেই ঈদ উৎসব উদযাপিত হয়ে আসছে। সুরেশ্বরী গদিনশীন পীর ও মোতোওয়াল্লী হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ কামাল নূরী সুরেশ্বরী বলেন, সারা বিশ্বে মুসলিম দেশগুলোতে একই দিনে ঈদ উৎসব হওয়া উচিত। আমরা সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছর ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা পালন করে থাকি।
Leave a Reply