সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:৩৪ অপরাহ্ন
ধর্ষণের দিক থেকে ঢাকা বিশ্বে সবচেয়ে নষ্ট শহর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ‘রাজধানীর ঢাকায় যেভাবে নারী নির্যাতনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে প্রমাণ হয় ঢাকা বিশ্বের সবচেয়ে নষ্ট শহর। কিন্তু সরকার এর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এর জন্য আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।’
বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হলরুমে মহিলা দল আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘সমুদ্রে বাংলাদেশের যেসব ভাসমান মানুষ রয়েছে তাদের উদ্ধারের জন্য সরকার এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা বাংলাদেশের জন্য একটি মানবিক বিপর্যয়। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি মালেশিয়ায় যেসব ভাসমান মানুষ রয়েছে তাদের ফিরে আসুন।’
বিএনপি নেতা মাহাবুব বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র আজ কবরের উপরে নয়, কবরের ভিতরে। আর আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছি। এ সংগ্রামের সাথে জনগণ আমাদের সাথে আাছে। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আর এ গণতন্ত্র একমাত্র সংলাপের মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব, অন্য কোনো পন্থায় নয়।’
আয়োজক সংগঠনের সভাপতি নুরে আরা সাফার সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাবেক এমপি রাসেদা বেগম হিরা, নেওয়াজ হালিমা আরলি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
Leave a Reply