শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ০৮:০৮ পূর্বাহ্ন
২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠানে ব্যানার-পোস্টার না টানানো এবং স্লোগান না দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় তিনি এ নির্দেশ দেন।
মায়া বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে কারো ব্যানার-পোস্টার দেখা গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কেউ প্রচারণা চালাতে চাইলে নিজ এলাকায় চালাবেন। সমাবেশস্থলে নো ব্যানার, নো স্লোগান।’
তিনি বলেন, ‘২৯ মে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনার মধ্য দিয়ে আমরা জাতিকে শিক্ষা দিতে চাই। আওয়ামী লীগ যা বলে তাই করে। আওয়ামী লীগের দ্বারা সব কিছু সম্ভব। আমরা কোনো কিছুতে ভয় পাই না।’
একই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমরা একটা সৃষ্টিশীল ও রুচিশীল অনুষ্ঠান উপহার দিতে চাই। যেন দেশ-বিদেশের মানুষ তন্ময় হয়ে তাকিয়ে থাকে। সংবর্ধনাস্থলে কোনো ব্যানার ঢুকবে না। আগের রাতে কেউ পোস্টার লাগালেও তা খুলে ফেলা হবে। রাগ করলে করার কিছু নাই।’
খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখিয়েছেন একে একে তা পূরণে এগিয়ে যাচ্ছেন। ভারতের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি হয়েছে। আপানারা ভরসা রাখেন অচিরেই তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে।’
কামরুল দাবি করেন, বিএনপি ষড়যন্ত্র ও নৈরাজ্য করে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখেছিল সেখান থেকে সরে গেছে। শুধু তাই নয় শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপি অনুশোচনা করতে শুরু করেছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংসদ হাজি সেলিম, বলরাম পোদ্দার প্রমুখ।
Leave a Reply